দেশব্যাপী উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। আজ শুক্রবার (১৯শে আগস্ট) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয় গীতাযজ্ঞ। মন্ত্রপাঠ ও আরতির মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এসময়। জন্মাষ্টমী উপলক্ষে জেলায় জেলায় রয়েছে শোভাযাত্রার বর্ণিল আয়োজন। ভক্তরা জানান, এই উৎসব মানুষের মাঝে স¤প্রীতির বন্ধন দৃঢ় করে।
সনাতন ধর্মানুসারে, পৃথিবী থেকে পাপাচার দূর করতে মহাবতার রূপে মর্ত্যে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে আবির্ভাব ঘটে তাঁর। অষ্টমী তিথিতে দেবকীর গর্ভে জন্ম হয় শ্রীকৃষ্ণের। তাই তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা আচার-অনুষ্ঠানের। আজ শুক্রবার (১৯শে আগস্ট) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার পর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হওয়া ওই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার বিভিন্ন সড়কে অবস্থান করে। এরপর পলাশী রোড ও আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে আবারও সকল শোভাযাত্রা একসঙ্গে ঢাকেশ্বরীর দিকে যায় এবং সেখানে গিয়ে এটি শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শোভাযাত্রায় অংশ নিতে নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা ঢাকেশ্বরী এলাকায় জড়ো হতে শুরু করেন। কেউ ট্রাকে করে শোভাযাত্রায় অংশ নেন। জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্বিঘ্নে করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে এই শোভাযাত্রা ঘিরে ঢাকেশ্বরী মন্দির থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা চলার সময় বিভিন্ন এলাকায় রুটের সড়ক বন্ধ ছিল। যে কারণে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়।
দেখা গেছে, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহিদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত চলে এই শোভাযাত্রা। পরে শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে।
এদিকে, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর জে এম সেন হল প্রাঙ্গণ থেকে মহা শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরীসহ অন্যান্যরা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া, ব্রা²ণবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা বের হয়। কুমিাল্লয় একটি বর্ণিল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এছাড়া, নারায়ণগঞ্জ ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় ছিলো শোভাযাত্রার আয়োজন।