নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে আসলাম সামী ও শফিকুল ইসলাম রনি নামের দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় আরো ৩ জন আহত হয়। আজ (রোববার) দুপুরে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর হামলাকারীরা বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

নিহতদের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় সরকারী অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেন তাদের জায়গা নিয়ে নিহত আসলামের সঙ্গে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উত্তোজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুর রহমান, মারুফ, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম সামী (৫০), শফিকুল ইসলাম রনি (৩৫) ও রফিকুল ইসলামের ওপর হামলা করে। এসময় তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত তিন ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আসলাম সামী ও শফিকুল ইসলাম রনিকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিরা পলাতক আছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে’।