বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচে স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কাদিজকে হারিয়ে বার্সেলোনার সাথে কমিয়ে এনেছে পয়েন্ট ব্যবধান। সান্তিয়াগো বার্নাব্যুতে বৃহস্পতিবার কাদিজের বিপক্ষে ২-১ গোলে জিতেছে গ্যালাকটিকোরা।

ঘরের মাঠে এদিন ২৮তম মিনিটে ভালো একটি সুযোগ পায় পায় রিয়াল। তবে ভালভার্দের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। তবে ম্যাচের ৪০তম মিনিটে আর ভুল করেনি তারা। কাদিজ কর্নার ক্লিয়ার করলে বল সরাসরি চলে যায় মদ্রিচের কাছে। তার ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন টনি ক্রুস।

বিরতির পর দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। তবে ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস। ভিনিসিয়াস জুনিয়রের শটে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বলে আসে বক্সের বাইরে, আর বুলেট গতির ভলিতে ঠিকানা খুঁজে নেন ৩২ বছর বয়সী ফুটবলার।

৮১তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে কাদিজ। এরপর যোগ করা সময়ে কাদিজের সামনে অঅসে সুবর্ণ এক সুযোগ। তবে গোলবার ফাঁকা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাতে জয় নিশ্চিত হয় মাদ্রিদের।

বিশ্বকাপ বিরতির আগে এটি ছিল লা লিগার শেষ ম্যাচ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। ১৪ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৫। বার্সা ৩৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।