৩৯ রানের জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোনিয়াসের অলরাউন্ড নৈপুণ্যে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। বার্বাডোজের কেনিংটন ওভালে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি ওমান। অজিদের জয় আসে ৩৯ রানে।
ক্রিকেট বিশ্বের বিরলতম এক রেকর্ডের পথে ছুটছে এবার টিম অস্ট্রেলিয়া। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পেলেই তিন ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তি গড়বে মিচেল মার্শের দল।
রান তাড়া করতে নেমে হোচট খায় ওমান। মিচেল স্টার্ক ও স্টয়নিসের জোড়া আঘাতে শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। এরপর থেকে হারের ব্যবধানটাই কেবল কমিয়েছে তারা। জোড়া উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পাও।
ওমানের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন আয়ান খান। শেষদিকে রানের ক্যামিও খেলেন মেহরান। এছাড়া আকিব ইলিয়াস খেলেন ১৮ রানের ইনিংস। দলটির আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।
এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস। বল হাতে শুরুতেই ট্রেভিস হেডকে ফেরান বিলাল খান। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
নবম ওভারে অজিদের চমকে দেন মেহরান খান। ১৪ রান করা মার্শকে ফেরানোর পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান তিনি। মাত্র ৫০ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অজিরা। সেখান থেকে দলের হাল ধরেন ওয়ার্নার ও মার্কাস স্টয়নিস।
চতুর্থ উইকেটে ১০২ রানের বিশাল জুটি গড়েন ওয়ার্নার ও স্টয়নিস। দুজনই ফিফটি পূরণ করেন। সাজঘরে ফেরার আগে ৫৬ রান করেন ওয়ার্নার। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টয়নিস।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।
ওমান একাদশ : কাশপ প্রজাপতি, প্রতিক আথাভালে, আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশাম মাকসুদ, খালিদ খাইল, আয়ান খান, শোয়েব খান, মেহরান খান, শাকিল আহমেদ, কলিমুল্লাহ, বিলাল খান।