জয় দিয়ে বিশ্বকাপ ক্রিকেটে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। ভারতের ধর্মশালা স্টেডিয়ামে মেহেদী মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং এবং নাজমুল শান্ত’র হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম খেলায় ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। আগে ব্যাট করে আফগানিস্তান গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। জবাবে মেহেদি মিরাজ ও নাজমুল শান্ত’র জোড়া অর্ধ শতকে ৩৪ ওভার ৪ বলে জয় পায় বাংলাদেশ দল। মিরাজ ম্যাচ সেরা হন।

বিশ্বকাপ ক্রিকেট স্বপ্নযাত্রায় বাংলাদেশ শুভ সূচনা করেছে জয় দিয়ে। ভারতের হিমাচল প্রদেশের নয়নাভিরাম ধর্মশালা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ অনেকটা হেসে খেলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। বিশ্বকাপ ক্রিকেটে বেশি বল হাতে রেখে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

বিশ্বকাপ শুরুর আগে দল গঠন নিয়ে বহু বিতর্ক সমালোচনা হয়েছে। তবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের শুরুটা হয়েছে ফেভারিট হিসেবেই। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

ফাস্ট বোলাররা শুরুতে ছন্দহীন বোলিং করলে কিছুটা চড়াও হয় আফগানিস্তান। তবে বল হাতে নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান দলকে প্রথম সাফল্য এনে দেন। আফগানিস্তানের ব্যাটিং ধসের শুরু সেখান থেকেই। আরেক ওপেনার রহমতউল্লাহকে ফেরান মোস্তাফিজ। এরপর সাফল্যের বাকি গল্পটা লেখেন স্পিনার মেহেদী মিরাজ ও সাকিব আল হাসান। দু’জনের স্পিনের জালে ফাঁসতে থাকেন একের পর এক আফগানিস্তান দলের ব্যাটসম্যান। মিরাজ শুধু বল হাতে উইকেট নিয়েই থেমে থাকেননি, দুর্দান্ত একটি ক্যাচও নিয়েছেন। সাকিব ও মিরাজ তিনটি করে উইকেট নিলে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে।

বোলারদের রাঙানো পথে ব্যাটসম্যানরা সহজে হাঁটতে পারেনি। ব্যাটসম্যানদের মাথার উপর বড় রানের চাপ না থাকার পরও দুই উদ্বোধনী ক্রিকেটার লিটন দাস ও তানজীদ তামিম দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি। দু’জনই বিদায় নেন স্বল্প রানে। এরপর মেহেদী মিরাজ ও নাজমুল শান্ত’র দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে স্বস্তির জয়ের পথে এগুতে থাকে বাংলাদেশ। দু’দফা জীবন পাওয়া মিরাজ উইকেটের চারপাশেই রানের ফোয়ারা ফোটাতে থাকেন। তার সাথে সমান তালে পাল্লা দিয়ে আফগান বোলারদের শাসন করেছেন নাজমুল শান্ত। এই জুটি যোগ করেন ৯৭ রান। তাতেই বাংলাদেশের জয়ের পথটা সহজ হয়ে যায়। হাফ সেঞ্চুরি পাওয়া মিরাজ আউট হন ব্যক্তিগত ৫৭ রানে। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ সেরা হন মিরাজ।

তবে নাজমুল শান্ত অপরাজিত ৫৯ রান করে বাংলাদেশকে বড় জয়ের বন্দরে নোঙর করান। প্রথমবার একদিনের বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলাতেই হাফ সেঞ্চুরি পান শান্ত। তাতে এবারের আসরে সৌন্দর্য্যরে দিক থেকে সবচেয়ে আকর্ষণীয় ভেন্যু ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটাও রঙিন হয়ে রইলো।

আগামী ১০ই অক্টোবর ধর্মশালা স্টেডিয়ামে এই আসরে নিজেদের দ্বিতীয় খেলায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।