শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। আর তাতে গতকাল নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জিতে মৌসুমের শুভ সূচনাই করতে পেরেছে কোচ এরিক টেন হাগের দল।

সোমবার (১৪ই আগস্ট) রাতে ঘরের মাঠে উলভসের বিপক্ষে মাঠে নামে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে ইউনাইটেড। দ্বাদশ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু মার্কাস র‌্যাশফোর্ডের সুন্দর শট ঠেকিয়ে দেন উলভারহ্যাম্পটন গোলরক্ষক। ২৭তম মিনিটে সুযোগ পায় উলভারহ্যাম্পটন। তবে ডি বক্সের কাছাকাছি দেওয়া মাথেউস কুইয়ার পাস থেকে নেওয়া পাবলো সারাবিয়ার শট পোস্ট ঘেঁষে বের হয়ে যায়।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় উলভারহ্যাম্পটন। তবে গোল পাচ্ছিল না তারা। একই অবস্থা ইউনাইটেডের। তাদের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৬তম মিনিট পর্যন্ত। ওয়ান-বিসাকার বাড়ানো ক্রস থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন ভারানে। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।