তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। দেশের ফুটবলে লিখেছিল নতুন এক ইতিহাস। টানা চার লিগ শিরোপা জয় করা একমাত্র দল তারা। শিরোপা তখন নিশ্চিত হলেও হাতে পেতে অপেক্ষা করতে হয়েছিল তাদের। অবশেষে আজ সেই শিরোপা হাতে পেয়েছে।

আজ শুক্রবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। লিগ শিরোপা আগেই নিশ্চিত করেছিল বসুন্ধরা। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। আজ শেষ হলো সেই অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে এখন শিরোপা কিংসদের ঘরে।

আবাহনীর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দলের হয়ে একমাত্র গোলটি করেন ডরিয়েল্টন গোমেজ।

২০ ম্যাচে ১৮ জয়ে প্রিমিয়ার লিগ ফুটবলে ৫৫  পয়েন্ট অর্জন করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৯ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সাথে ১৮ পয়েন্টের ব্যবধান কিংসদের। আজমপুর উত্তরার সঙ্গে আবাহনীর আরো একটি খেলা বাকি আছে।

২০ গোল নিয়ে লিগের শীর্ষ গোলদাতা হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন কিংসের ডরিয়েল্টন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের দিয়াবাতের গোল সংখ্যা ১৫। মোহামেডানের একটি খেলা বাকি আছে। কোনো মিরাকল না ঘটলে দিয়াবাতের ডরিয়েল্টনকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব।