সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল বৃস্পতিবার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম চার ম্যাচের সবক’টিতেই হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারেনি জ্যোতি, নাহিদারা।

বিকেল চার টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

শক্তি এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা সব দিকেই ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ নারী দল। আগামী অক্টোবরে দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ এই সিরিজ খেলছে ভারতের বিপক্ষে। প্রথম চার ম্যাচে ভালো না খেলতে পারা বাংলাদেশ দলের লক্ষ্য শেষ খেলায় জয় পাওয়া। অন্যদিকে, ভারতের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।