জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পানি, লবনাক্ততা, জলবায়ু ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা শিগগিরই গুঁড়িয়ে দেয়া হবে উল্লেখ করে পরিবেশ রক্ষায় ১শ’ দিনের কর্মপরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়ছে যানবাহন, তৈরি হচ্ছে নতুন নতুন কলকারখানা। ফলে একদিকে যেমন শব্দ ও বায়ু দূষণ বাড়ছে, সেইসাথে রাসায়নিক ও কীটনাশকের ব্যাপক ব্যবহারে দূষিত হচ্ছে পানি। প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার নদী-নালা-খাল-বিলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করছে। বন উজাড় ও কৃষি জমি ধংস করে তৈরি হচ্ছে ইটভাটা। এসব কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে দেশের পরিবেশ।
তার সাথে আছে ধনী ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত মাত্রায় কার্বণ নিসঃরণ। এতে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার বহুদিনের চেনাজানা আচরণ। জলবায়ুর এই পরিবর্তনে বিশে^ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। এসব তথ্য উঠে এসেছে ঢাকায় আয়োজিত নবম আন্তর্জাতিক পানি সম্মেলনে। বুধবার রাজধানীর গুলশানে এই সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, দেশে প্রতিবছর যতো মানুষের মৃত্যু হয় তার ২৮ শতাংশই মারা যায় পরিবেশ দূষণ জনিত অসুখবিসুখে। তারা বলেন, জলবায়ু সংক্রান্ত সংকট এখন রাজনৈতিক সমস্যা। যার সমাধান করা বড় চ্যালেঞ্জ।
সম্মেলনে দেয়া বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্ব সংকটের ঝুঁকিতে রয়েছে। দেশের টেকসই উন্নয়ন করতে হলে পানি ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে।
এছাড়া বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই পরিবেশ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মন্ত্রী জানান, রাজধানীতে খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে ও নতুন ভবনে নির্মাণসামগ্রী ঢেকে না রাখলে জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে। বায়ূ দূষণ কমাতে ঢাকার চারপাশের অবৈধ ইটভাটা ভেঙে ফেলার ঘোষণাও দেন মন্ত্রী।
সাবের হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে জলবায়ু অভিযোজন বিষয়ক চুক্তি হবে। পাশাপাশি ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মানুষের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।