বিশ্বব্যাপী গড় উষ্ণতার চেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে এশিয়ার দেশগুলোর আবহাওয়া। ১৯৬১ থেকে ১৯৯০ সালের গড় তাপমাত্রার চেয়ে শুধু ২০২৩ সালেই এই মহাদেশে উষ্ণতা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দ্য স্টেট অব দ্য ক্লাইমেট ইন এশিয়া ২০২৩ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

প্রতিবেদন অনুযায়ী, খরা, তাপপ্রবাহ থেকে বন্যা ও ঝড় পর্যন্ত চরম পরিস্থিতির মুখোমুখি হওয়াসহ ২০২৩ সালে এশিয়ার অনেক দেশ রেকর্ড উষ্ণতম বছর অনুভব করেছে। বাংলাদেশ, ভারতসহ কোনো কোনো দেশ তাপদাহে বিপর্যস্ত। আবার চীন-পাকিস্তানসহ কোনোটিতে চরম বৃষ্টির সাথে বন্যা দেখা দিয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাতে বন্যাকবলিত হয়ে পড়েছে শহর-নগর থেকে শুরু করে সব এলাকা। প্রায় এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সরকার। এখানে মৃত্যু হয়েছে অন্তত চারজনের।

এদিকে, গত সপ্তাহে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১০০ জনের মৃত্যুর পর কিছু অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে আফগানিস্তান ও পাকিস্তান সরকার।

সংস্থাটির তথ্যমতে গেলো বছর এসব দেশে মানুষ হতাহত ও অর্থনৈতিক ক্ষতির ৮০ শতাংশই হয়েছে বন্যা ও ঝড়ের কারণে। এতে মৃত্যু হয়েছে দুই হাজারের বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৯০ লাখ মানুষ। বন্যা ছিল মৃত্যু প্রধান কারণ।