আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির সাংবিধানিক দায়িত্ব পেয়েছে  রাশিয়া। আজ ১ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসজুড়ে কাউন্সিলের দায়িত্ব থাকবে রাশিয়ার কাছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির বিধি মোতাবেক নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রত্যেকেই এক মাসের জন্য এ সাংবিধানিক দায়িত্ব পালন করে থাকে। তাই ইউক্রেনের বাধা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি পেলো মস্কো। এর আগে জাতিসংঘ থেকে রাশিয়ার সদস্যপদ বাতিলের অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর ফলে পুতিনই হবেন জাতিসংঘের একমাত্র সভাপতি দেশের রাষ্ট্রনায়ক, যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার আদেশ রয়েছে। রাশিয়া সর্বশেষ এ দায়িত্ব পেয়েছিল গত বছরের ফেব্রুয়ারীতে। সভাপতির দায়িত্ব নেয়ার পর অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যু ও  একটি ‘ইউনিপোলার’ বিশ্বব্যবস্থা নিয়েও আলোচনা করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া।

এদিকে, দেশটির এ পদলাভকে এপ্রিল ফুলডে’র সবচেয়ে বাজে কৌতুক বলে উল্লেখ করেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কাঠামোগত সমস্যা আছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের ধর্ষণ’ উল্লে­খ করে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, আন্তর্জাতিক নিরাপত্তার সর্বোচ্চ সংস্থাকে নেতৃত্ব দেয়ার কোনো নৈতিক অধিকার নেই রাশিয়ার।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এই কাউন্সিলের স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।