ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলেও দেশটি দখলের কোনো পরিকল্পনা মস্কোর নেই বলে দাবি করে জাতিসংঘে মিথ্যার ফুলঝুরি ছড়ালেন একনায়ক পুতিনের দূত। সোমবার এক বক্তব্যে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজায়া।

জাতিসংঘের সাধারণ পরিষদের সোমবারের সেশনে ভাসিলি নেবেনজায়া বলেন, ‘ইউক্রেন দখল করা আমাদের পরিকল্পনা নয়; বরং গত আট বছর ধরে ইউক্রেনের যেসব মানুষ কিয়েভে আসীন সরকারের নিগ্রহ ও গণহত্যার শিকার হয়েছেন, তাদের বাঁচাতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। তাছাড়া ইউক্রেনে নব্যনাৎসীবাদের উত্থান ঠেকানো এবং দেশটির সামরিকীকরণ বন্ধও এ অভিযানের একটি কারণ।’

‘বছরের পর বছর ধরে ইউক্রেনে রক্তপাত হচ্ছে। মস্কো এই রক্তপাত বন্ধ করতে চায় এবং যারা এই রক্তপাত ঘটানোর সঙ্গে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে চায়। এমনকি তাদের মধ্যে কেউ যদি রাশিয়ার নাগরিক হয়, তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

গত ১৯ ফেব্রুয়ারি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। সেখানে তিনি রাশিয়ার উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, জাতীয় প্রয়োজনে আবারও পরমাণু অস্ত্র সমৃদ্ধ করবে ইউক্রেন।

সোমবারের বক্তব্যে এই বিষয়টি টেনে জাতিসংঘের রুশ প্রতিনিধি বলেন, ‘কেউ যদি তার প্রতিবেশী রাষ্ট্রকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়, সেক্ষেত্রে অবশ্যেই সেই রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার আছে।’

‘তবে এবার যে সংকট ঘনিয়ে উঠেছে, তার জন্য মূলত দায়ী কিন্তু ইউক্রেন। কারণ, বছরের পর বছর পেরিয়ে গেলেও কিয়েভ মিনস্ক চুক্তির কোনো শর্ত বাস্তবায়ন করেনি।’

দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশপাশি চতুর্দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জায়ার দুই শহর বারদিয়ানস্ক ও এনারহোডারের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। জাপোরিজ্জায়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: স্পুটনিক