লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গত এক সপ্তাহে ইসরাইলের দুই হামলায় ৫ শান্তিরক্ষী আহত হয়েছে। এবার শান্তিরক্ষা মিশনের ঘাঁটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে ইসরাইল সেনা ও ট্যাংকবহর।

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীদের ঘাঁটিতে ট্যাংক নিয়ে প্রবেশ করে ঘাঁটির লাইট বন্ধ করে দিতে শান্তিরক্ষীদের চাপ দেয় ইসরাইলি সেনারা। ট্যাংক নিয়ে ইসরাইলিরা সব মিলিয়ে ৪৫ মিনিটের মতো সেখানে অবস্থান করেছিল।

শান্তিরক্ষী মিশন জানিয়েছে, ইসরাইলি সেনারা ঘাঁটি থেকে বের হয়ে যাওয়ার ২ ঘণ্টা পর শান্তিরক্ষীদের অবস্থান থেকে ১০০ মিটার দূরে বিস্ফোরক ফেলে ইসরাইলি সেনারা। যেগুলোর ধোঁয়ার কারণে অন্তত ১৫ শান্তিরক্ষী অসুস্থ হয়ে পড়েন।

শান্তিরক্ষী মিশন বলেছে, আমরা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর কাছে এ ধরনের ভয়াবহ নিয়ম ভঙ্গের কারণ জানতে চেয়েছি। দখলদার ইসরাইল শান্তিরক্ষী মিশনের অভিযোগের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।

এমন অবস্থায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের শান্তিরক্ষীদের ওপর যে কোনও হামলা যুদ্ধাপরাধের শামিল হবে। এরআগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তিরক্ষী সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানালে তা প্রত্যাখ্যান করে গুতেরেস।