প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই পদ্মা সেতুটির নামকরণের দাবি তুলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ই মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের আলোচনাসভায় এ দাবি জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সূচনা বক্তব্যে দক্ষিণ জনপদের মানুষের যোগাযোগের এ সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব দিলে নেতাকর্মীরা তাতে সমস্বরে সমর্থন দেন।

এসময় সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে গোটাদেশ চষে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা দেশে না আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হতো না।

পদ্মাসেতুর অর্থায়নে সাহসিকতার সঙ্গে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “বিশ্বব্যংক আমাদের চোর অপবাদ দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন করা থেকে সরে গিয়েছিল।

“বঙ্গবন্ধু পরিবারের সবাইকে শেখ রেহানা, জয়, ববি, সবার বিরুদ্ধে চুরির অপবাদ দেয়া হয়েছিল। সেদিন শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু করার সামর্থ্য, সাহস হত না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের কাছে জানতে চাই, পদ্মা সেতুর নাম সারা জাতি শেখ হাসিনার নামে নামকরণ করতে চায়। আপনারা কি চান?

উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে ‘হাঁ’ জানিয়ে তাতে সমর্থ দিলে ওবায়দুল কাদের বলেন, “আমিও প্রস্তাব দিয়েছি। বলেছি সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে, পদ্মাসেতু যেহেতু শেখ হাসিনার সাহসের ফসল, সে কারণে সেতুর নাম শেখ হাসিনা পদ্মাসেতু রাখা হোক। সে দাবি আজও আমরা করছি। আমরা সেতু বিভাগ থেকে সামারি পাঠাচ্ছি।

“শেখ হাসিনার নাম ছাড়া পদ্মাসেতু, তাকে অসম্মান করা হয়। কিন্তু তিনি চান না। শেখ রেহানা চান না। তারা বলেন পদ্মাসেতু পদ্মাসেতুর নামেই হোক। আপনারা কি মানেন?” এসময় নেতাকর্মীরা হাত নেড়ে ‘না’ জানালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এটা নেত্রীকে জানিয়ে দেব।”