হবিগঞ্জের রশীদপুর গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হলো আরও ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস ফিল্ডটির নতুন কূপে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে এমনটি সম্ভব হয়েছে। আজ (১৮ ফেব্রুয়ারি) নতুন কূপের গ্যাস সঞ্চালন লাইনটির উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
দুপুরে গ্যাস ফিল্ডের ২ ও ৯ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। নতুনভাবে সংযোজিত গ্যাস মিলিয়ে গ্যাস ফিল্ডটির মোট উৎপাদন বেড়ে দাঁড়াল ৬৬ মিলিয়ন ঘনফুটে।
পরে মন্ত্রী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে যান। সেখানে শেভরনের ওপর ওরিয়েন্টশন ও উপস্থাপনা, শেভরনের কন্ট্রোল রুম বুস্টার কম্প্রেসর এবং টার্বো এক্সপেন্ডার পরিদর্শন উপস্থাপনা (টিইএক্স, বিসি, প্লান্ট ওভারভিউ, রিগ অপারেশন এবং পাইপলাইন প্রেসার অপ্টিমাইজেশন অনুষ্ঠানে উপস্থিত হন।