দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইভিএমের পর এবার সিসি ক্যামেরা প্রকল্পও বাতিলের কথা জানাল ইসি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। ইভিএমের পর ভোটকেন্দ্রে এ প্রকল্প থেকেও সরে এলো ইসি। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা।

গাইবান্ধার উপনির্বাচনের ঘটনায় ইসির সমালোচনা করেছিলেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। তখন থেকেই কোনো চাপে থাকার কথা অস্বীকার করেছে ইসি।

রাশেদা সুলতানা বলেন, চাপ নেই বলেই তো গাইবান্ধার পর আরও অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করেছি। বাজেট এবং যেটুকু ব্যবস্থাপনার আয়ত্তে ছিল, সে অনুযায়ী নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

বিভিন্ন সময়ে ভোটের অনিয়মে মাঠ প্রশাসনের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি শাস্তিও হয়েছে কখনও কখনও। সিসি ক্যামেরা না থাকায় এখন কেবল মাঠের ওপর ভরসা করতে হবে কমিশনকে।

এ প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, সিসি ক্যামেরা ব্যবহার করতে পারলে ভালো হতো। কিন্তু সবকিছু তো আমাদের আয়ত্তের মধ্যে থাকে না। আরপিওতে প্রিজাডিং অফিসারদের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। তারা এখন আমাদের হয়ে কাজ করবেন। সিসি ক্যামেরার মতো কাজ করবে।