প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখনো জাতীয় নির্বাচন নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সফিকুল আলম। আজ রবিবার (৮ই ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মতামত।
এসময় প্রেস সচিব বলেন ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে। ভারতের পররাষ্ট্র সেক্রেটারির সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হতে পারে।
বর্তমান বাজার ব্যবস্থা নিয়ে সফিকুল আলম জানান বাজারে সয়াবিন তেলের কোন ঘাটতি নেই। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, ১শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে চাই। শেখ হাসিনাকে আইনের আওতায় আনা আমাদের কমিটমেন্ট। শেখ হাসিনার হেইট স্পিস তদারকির জন্য মেটা পর্যবেক্ষণ করবে। হেইট স্পিস রিমুভ করা হবে। আওয়ামী লীগের যেসব পেইজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে মেটা তা দেখে পদক্ষেপ নেবে।’
বাংলাদেশ ভারত সর্ম্পক নিয়ে এসময় প্রেস সচিব জানান বাংলাদেশের প্রকৃত চিত্র পরিস্থিতি দেখতে ভারতের সাংবাদিকদের বার বার আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো হবে। তবে সেটা ন্যায্যতার সাথে হবে।