আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার দুপুর ১২টায় বনানীর দলীয় কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের পক্ষ থেকে এ ইশতেহার ঘোষণা করবেন।
গতকাল বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ওরফে জি এম কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
গত রোববার (১৭ ডিসেম্বর) চুন্নু বলেন, নির্বাচনকে আরো প্রতিযোগিতামূলক ও অর্থবহ করার প্রচেষ্টার অংশ হিসেবে তার দল ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি বলেন, আমরা সব বাধা অতিক্রম করে নির্বাচনে অংশ নিচ্ছি। কোনো চাপ নেই। চাপ থাকলে অন্য দলগুলোও যোগ দিত। আমরা একটি একক দল এবং আমরা আমাদের নিজস্ব রোডম্যাপ তৈরি করেছি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়েছে, তারা ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে।
চুন্নু সম্প্রতি ২৮৩টি আসনে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার যুক্তি দেখিয়ে বলেন, ‘যদি আমরা সর্বাধিক সংখ্যক আসন জিততে পারি তবে আমরা খুশি হব। আমরা লড়াই চালিয়ে যাব। কিছু ক্ষেত্রে কিছু কৌশল থাকবে। এখন শেয়ার করতে চাই না। আমি আমার দলের কৌশল শেয়ার করব না।’
বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং রওশনের ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।