দলের ‘জাতীয় সম্মেলন’ করে নতুন কেন্দ্রীয় কমিটি (আংশিক) গঠন করেছে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এতে রওশন এরশাদকে চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দশম জাতীয় সম্মেলনের আয়োজন করে রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
এতে এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে দলের অন্যতম কো-চেয়ারম্যান করা হয়। রওশনের অবর্তমানে সাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বলেও সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
দলের অন্যান্য পদের মধ্যে কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান, আবু হোসেন বাবলা সিনিয়র কো-চেয়ারম্যান, সাইদুর রহমান, শফিকুল ইসলাম, সাদ এরশাদ, গোলাম সরোয়ার ও সুনীল শুভরায়কে কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
রাজধানীসহ সারাদেশ থেকে রওশন এরশাদের অনুসারী কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আয়োজিত এ সম্মেলনস্থলে।
সম্মেলনে সভাপতিত্ব করেন রওশন এরশাদ। শনিবার (০৯ মার্চ) দুপুর বারোটার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক কাজী ফিরোজ রশিদসহ নেতৃবৃন্দ।
সম্মেলনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। দুপুর সাড়ে বারোটায় আসেন সম্মেলনের সভাপতি রওশন এরশাদ।
বিকেলে কাউন্সিলের মাধ্যমে রওশন এরশাদ কে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব নির্বাচিত করেন কাউন্সিলরা। পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য এ দুজনকেই দায়িত্ব দেয়া হয় কাউন্সিল থেকে।