আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। দলটির বনানীস্থ কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আজ সোমবার (১৯শে নভেম্বর) দুপুর ১২টায় শুরু হয় এই কার্যক্রম। চলবে আগামী বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া যাবে।

গত রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (২০ নভেম্বর) নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর দুপুর ১২টায় মোনাজাতের মাধ্যমে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

রওশন এরশাদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। সোমবার থেকে শুরু হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

এদিকে মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর দলের মহাসচিব মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি৷ পরিবেশ-পরিস্থিতি দেখছি। সময়ের বাধ্যবাধকতা আছে, তাই নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখছি৷ দলের চেয়ারম্যান ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া-না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন৷’

মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমে উপস্থিত থাকলেও মুজিবুল হক ফরম সংগ্রহ করেননি৷ নির্বাচনের পরিবেশ এখনো হয়নি মন্তব্য করে মুজিবুল হক আরও বলেন, ‘তবে আশা করছি পরিবেশ হবে৷ নির্বাচন কমিশন ও সরকারের কার্যক্রম মিলিয়ে একটা আস্থার জায়গা তৈরি হবে৷’

জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিতরণ চলছে - বাংলা খবর

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ করেছে তৃণমূল বিএনপি।

সকালে রাজধানীর তোপখানা রোড়ের দলীয় কার্যালয়ে এই মনোনয়ন পত্র বিতরণ করা হয়। এর আগে দ্বিতীয় দিন চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী সিলেট-৬, বিয়ানীবাজার আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। এসময় তিনি বলেন, সব আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি। সহিংসতা নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে জানান তিনি।