ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব করবেনা বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সরকার এতোদিন জাতীয় পার্টিকে দাস বানানোর চেস্টা করেছে। কৃতদাস বানিয়ে ব্যবহার করেছে। তারা শুধু হুকুম করেছে, কোন সুযোগ সুবিধা দেয়নি।

শনিবার সন্ধ্যায় রংপুর মহানগর জাতীয় পার্টি আয়োজিত দলীয় কার্যালয়ে জেলা কমিটির প্রস্তুতি সভায় জিএম কাদের এই অভিযোগ করেন। এসময় তিনি আরো বলেন, এই ক’বছরে আওয়ামী লীগ কোথাও দাড়াতে দেয়নি, সম্মান করেনি। জাতীয় পার্টি সম্মানের জন্য রাজনীতি করে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা অধিকার দেবে, সমান ভাবে কথা বলার সুযোগ থাকবে মতামতকে প্রাধ্যান্য দেবে তাদের সাথে রাজনীনিত করবে তারা।