কক্সবাজারের কুতুবদিয়ায় প্রথমবারের মতো জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার রাত থেকে সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লা রফিক। বিদ্যুতের আলো পৌঁছায় খুশি এই দ্বীপবাসী।
দেশব্যাপী শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে হাতিয়া, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপে বিদ্যুতায়ন প্রকল্প হাতে নেয়া হয়। যার মেয়াদ শেষ হবে চলতি বছরের জুন মাসে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই স্বাধীনতার ৫২ বছরে প্রথমবারের মতো কুতুবদিয়া দ্বীপের মানুষ বিদ্যুতের জাতীয় গ্রিডের সুবিধা পাচ্ছেন।
এলাকায় বিদ্যুৎ পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। প্রথমবারের মত বিদ্যুতের সুবিধা পাওয়ায় খুশি তারা। বিদ্যুতায়নের মধ্য দিয়ে এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য।
প্রকল্প পরিচালক জানালেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সাগরের তলদেশ দিয়ে এই দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। পরবর্তীতে আরও উন্নয়ন করা হবে বলে জানান তিনি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়ায় স্বাভাবিক সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না হওয়ায় সাবমেরিন ক্যাবল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।