জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান ও দোয়া মাহফিল। শনিবার (১৯ আগস্ট) ৭৬৬৭, লেক ওয়ার্থ  রোড এর ক্র্যাজি মারিওতে সন্ধ্যা সাড়ে সাত টায় এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নাঈম খান দাদন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম কে আলম। এছাড়া এসময় উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এসময় উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে।

দিবসটি উপলক্ষ্যে ৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডের শিকার শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত পাঠ করেন পিও মোহাম্মদ শাহনেওয়াজ।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ১৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে। উপস্থিত বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান।