জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। এতে জিডিপি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ এবং বার্ষিক মূল্যস্ফীতি ধরা হয়েছে প্রায় ছয় শতাংশ।
আজ রোববার জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়।
এর আগে, সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দিনের কার্যসূচী অনুযায়ী কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ সদস্যদের প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপিত হয়। এরপর মঞ্জুরী দাবির ওপর ভোট অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৫৯টি মঞ্জুরী দাবির ওপর এই ভোট অনুষ্ঠিত হয়।