বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবেন এবং তাদের সমর্থিত বা প্রস্তাবিত ছাড়া কোন সরকার তারা সমর্থন করবেন না।

আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার কিম্বা রাষ্ট্রপতি-শাসিত সরকার – কোন ব্যবস্থার সরকারই তারা মেনে নেবে না।

কেমন জাতীয় সরকার ব্যবস্থা তারা চান সেই সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটা রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে বলে জানান নাহিদ ইসলাম। সে পর্যন্ত সংগঠনটির কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, তাদের দাবি অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ করলেও তার পালিয়ে যাওয়া তারা মেনে নেননি। তারা শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।