মহান বিজয় দিবসে বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতি। আজ (শুক্রবার) সকাল ৭টার পর থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। পুষ্পাঞ্জলিতে ভরে গেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

এর আগে সকাল ৬টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সবশ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে।

হাজারো মানুষের আনন্দ উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্মৃতিসৌধ এলাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারে। শ্রদ্ধা জানাতে এসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। এসময় সবার কপালে ও গালে জাতীয় পতাকা, পরনে ছিলো লাল-সবুজের পোশাক। হাতে হাতে ফুল। লাল-সবুজের শাড়ি কিংবা পাঞ্জাবি পরে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। ঘণ্টা না পেরোতেই পুষ্পাঞ্জলিতে ভরে যায় স্মৃতিসৌধের বেদি। পোশাকে লাল-সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান।