প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে আজ টোকিওতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা রয়েছে।
এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে জাপানের প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে নৈশভোজেরও আয়োজন করেছে। একইদিনে জাপানের সম্রাট নারুহিতোর সংগে সৌজন্য সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চারদিনের সরকারি সফরে মঙ্গলবার বিকেলে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাজধানী টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তাঁকে নিয়ে যাওয়া হয় টোকিও’র আকাসাকা প্রসাদে। জাপান সফরকালে প্রধানমন্ত্রী এই প্রাসাদেই থাকবেন।