জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দুই জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, পাহাড়ি এলাকার বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধার অভিযান চলছে। তবে নিখোঁজ ব্যক্তিদের বাড়ি ধ্বসে পড়েছে। বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ, ট্রেন চলাচল ব্যাহত এবং কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
কিউশুর দক্ষিণের প্রধান দ্বীপের ফুকুওকা এবং ওইতা প্রিফেকচারের জন্য জরুরি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। নদীতীরবর্তী এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার ১.৭ মিলিয়নেরও বেশি বাসিন্দাকে আশ্রয় নিতে বলা হয়েছিল।