ভূমিকম্পে এবার কাঁপলো জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো অঞ্চল। ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের কবলে পড়েছে অঞ্চলটি।  স্থানীয় সময় শনিবার রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং জাপান আবহাওয়া সংস্থার বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি রাত ১০টা ২৭ মিনিটে প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। এ ঘটনায় বিশেষজ্ঞরা বাসিন্দাদের প্রায় এক সপ্তাহ ভূমিকম্প নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ভূমিকম্পে কেঁপে ওঠে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকেও। তবে উপকূলীয় ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়াও জাপানের গণমাধ্যমগুলোতে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

ভূমিকম্প জাপানের জন্য একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

জাপানের ভবনগুলো যেন শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করার উদ্দেশে দেশটির কঠোর নির্মাণ বিধি রয়েছে। এছাড়াও বড় ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকতে সেখানে নিয়মিত জরুরি মহড়া অনুষ্ঠিত হয়।