জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হলের বি ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান।
নিহত আরাফাত সিয়ামের গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। সিয়াম হলটির বি ব্লকের ১১৫ নম্বর কক্ষে থাকতেন বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হল কর্তৃপক্ষ জানায়, মাগরিবের নামাজের পর হলে ছাত্ররা তার রুমে গিয়ে দরজা ধাক্কা দিলে কোনো সাড়া পাওয়া যায়নি। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ভেতরে কিছু একটা ঝুলছে। পরে জানালা ভেঙে ভেতরে ঢোকার পর দেখা যায়, ফ্যানের সিলিংয়ের সঙ্গে সিয়ামের দেহ ঝুলে আছে।
পরে দরজা ভেঙে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, সিয়ামের পরিবারের সঙ্গে কথা হয়েছে৷ তারা এলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।