জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের ভারুয়াখালি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর মাছপাড়া এলাকার মৃত গনি মিয়ার ছেলে মোজাফফর হোসেন (৫০), শেরপুরের নন্দির বাজার এলাকার আজগর আলীর ছেলে অটোরিকশাচালক আরমান আলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়াবাশাটি এলাকার শাহবুদ্দিনের ছেলে খোকন মিয়া (৪০)। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ভারুয়াখালী বাজারে কৃষি ব্যাংকের সামনে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মুক্তাগাছাগামী বালুবাহী একটি ট্রাক ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে দ্রুতগতিতে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ভারুয়াখালী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী মারা যান।
নরুন্দি তদন্তকেন্দ্রের তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’