জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়, ভোরে নারায়ণগঞ্জ থেকে মেলান্দহগামী লবণ বোঝাই একটি ট্রাক ও মেলান্দহ থেকে জামালপুরগামী পিকআপ ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
নিহতরা একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।