জামালপুর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহামুদ জানান, লোকাল ট্রেনটি বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জামালপুর রেল স্টেশনের প্রবেশের পরই ইঞ্জিনে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, আধঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ট্রেনের ইঞ্জিনে আগুন কীভাবে ছড়িয়ে পড়ল, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনের চালক জানিয়েছেন অতিরিক্ত তাপে আগুন লেগেছে। তারপরও তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

প্রত্যক্ষদর্শী এক হকার জানান, ট্রেনে এবং স্টেশনে থাকা ১০-১২ জন হকার মিলে আগুন নেভানোর জন্য দূর থেকে পানি আনে। হকাররা প্রায় আধঘণ্টা চেষ্টা করার পর ফায়ার সার্ভিসের একটি দল আসে। ফায়ার সার্ভিসের ওই ইউনিট আরও আধঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।