জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এ নিয়ে বিএনপির ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে ট্রেনে দ্বিতীয় আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান ট্রেনে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোররাত চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।
এর আগে রাত আড়াইটার দিকে রাকিবুল হাসান জানান, যমুনা এক্সপ্রেস নামক ওই ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছিল। পরে আগুন নেভানো শেষে সেখানকার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকায় নিয়ন্ত্রণ কক্ষকে নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, ট্রেনটি স্টেশনে খালি অবস্থায় থেমে ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ট্রেনে আগুন দেয়ার খবর শুনে তাদের দুইটি ইউনিট রাত দেড়টায় সরিষাবাড়ী রেলস্টেশনে পৌঁছায় এবং পুলিশের সহযোগীতায় আগুন নেভানোর কাজ শুরু করে।
এর আগে গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল।