জার্মানি সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রীয় এই সফরে দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ এবং প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে পা রাখলেন জেলেনস্কি। সম্প্রতি জার্মানি ঘোষণা দিয়েছে যে, তারা কিয়েভে ২৯৭ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদান করবে। এ ঘোষণার এক দিন পরই জার্মানি সফরে গেলেন জেলেনস্কি।

এখন পর্যন্ত ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সামরিক সহায়তার প্যাকেজের ঘোষণা দিয়েছে জার্মানি। বার্লিন বলছে, তারা ২৪০ কোটি ইউরো মূল্যের অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে। এর মধ্যে থাকছে লিওপার্ড ট্যাঙ্ক এবং বিমানবিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা।

খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমাঞ্চলীয় আচেন শহর সফর করবেন এবং শার্লেমেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।

ভাষণে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে ইউক্রেনকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন।