বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। (শনিবার) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। মুরব্বীদের বয়ান শুনতে শীত উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে এখনো অনেকে যোগ দিচ্ছেন। ইতোমধ্যে পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। জিকির-আসকারে সময় পার করছেন মুসল্লিরা।
ইজতেমার দ্বিতীয় দিনে আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে ইজতেমা ময়দানে। ইজতেমার মূল বয়ান মঞ্চে বিয়ের বর এবং কনে পক্ষের উপস্থিতিতে এ বিয়ে পড়ানোর রেওয়াজ রয়েছে দীর্ঘদিন থেকে রয়েছে। শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়ার সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম।
শনিবার (১৪ জানুয়ারি) ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকালে আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এছাড়া আলাদাভাবে খিত্তা ও নিবাসের ভেতরে বোবা-বধিরদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশে ইংরেজিতে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
লাইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।
শীতার্ত আবহাওয়া সত্ত্বেও ইজতেমা অভিমুখে এখনো মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। বাস-ট্র্রাক, নৌকা ও অন্যান্য যানবাহন ছাড়াও অনেকেই পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছেছেন। অগণিত মুসল্লির ভিড়ে অশীতিপর বৃদ্ধ যেমন রয়েছেন তেমনি তরুণ ও কিশোরের সংখ্যাও কম নয়। কনকনে ঠান্ডা বাতাস, তীব্র শীত, ধুলি সবকিছুই তাদের কাছে সহনীয় হয়ে উঠেছে। এতটুকু বিরক্তি নেই কারো মধ্যে। যদিও অনেক মুসল্লির শেষ মুহূর্তে ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে সড়কের পাশে বা নদীর পাড়ে ঠাঁই নিয়েছেন।
মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। তিনটি আলাদা সেক্টরে কাজ করছেন প্রায় ১০ হাজার পুলিশ সদস্য। এ ছাড়া ইজতেমার মাঠ ঘিরে আছেন র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা।
এবারো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা তাবলিগ জামায়াতের নেতা মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।
প্রথম পর্বের ৪দিন পর ২০শে জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। যাতে যোগ দেবেন তাবলিগ জামায়াতের আরেক নেতা মওলানা সা’দ এর অনুসারী মুসল্লিরা।