কোটি ভক্তের স্বপ্ন অবশেষে সত্যি হতে যাচ্ছে। বাংলাদেশে আসতে যাচ্ছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা দল। আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, চলতি বছরের জুন মাসেই মেসি বাহিনী ঢাকায় আসবে। মেসিদের ঢাকায় আনতে দুই ফেডারেশনের আলোচনা এখন পর্যন্ত সফল।

বাফুফের একাধিক কর্মকর্তা ও সচিবালয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা বাংলাদেশে এসে খেলতে সম্মতি প্রকাশ করেছে। তবে এখনো অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। জুন মাসেই মেসিরা ঢাকায় আসবে কি না তা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে। কারণ এখনও অনেক বিষয় আলোচনার বাকি।

কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনা দল ঢাকায় আসতে রাজি হয়েছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।

২০১১ সালে ঢাকায় মেসিরা খেলে গেলেও এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন বলে মনে করেন বাফুফের ওই শীর্ষ কর্মকর্তা, ‘বাংলাদেশে এর আগেও আর্জেন্টিনার খেলার অভিজ্ঞতা থাকলেও এবার তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মাত্র এক মাস আগে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এবার তাদের শর্ত ও বিভিন্ন বিষয় আগের চেয়ে ভিন্ন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’