ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই হিসেবে আজ শুক্রবার (১৫ নভেম্বর) জুলাই বিপ্লবের শততম দিন। এ উপলক্ষে দিনব্যাপী সারাদেশে কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এই উপলক্ষে শুক্রবার (১৫ই নভেম্বর) দিনব্যাপী সারাদেশে কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চব্বিশের বিপ্লবের প্রিয় সহযোদ্ধাগণ, ১৫ই নভেম্বর জুলাই বিপ্লবের ১০০ তম দিন উপলক্ষ্যে, আমাদের অমর সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খোঁজ খবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করছে।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সাথে সংহতি প্রদর্শন, তাদের সম্মান জানানো।

 

কর্মসূচির ধাপ সমূহ

সশরীরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা

তাদের পরিবারের সার্বিক খোঁজ খবর নেয়া

আর্থিক সহায়তা বা চিকিৎসা ব্যাপারে অভিযোগ সংগ্রহ করা

রাষ্ট্র সংস্কারে মতামত বা পরামর্শ সংগ্রহ করা

জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ করা

শহীদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা

বিজ্ঞপ্তিতে এই উদ্যোগ সফল করতে আন্দোলনকারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।