জুলাইয়ের শেষ নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র–জনতার অভ্যুত্থানে রূপ নেয়। আর ৫ আগস্টে পতন ঘটে হাসিনা সরকারের। এই সময়ের মধ্যে সহস্রাধিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন। এই আন্দোলনে নিহতের পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যারা মারা গেছেন তাদের জন্য এককালীন ও মাসিক ভাতা দেওয়া হবে।

নাহিদ ইসলাম জানান: গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২০০০০ হাজার প্লাস আহত, আট শতাধিক নিহত হয়েছেন।খুব দ্রুতই ফাউন্ডেশন থেকে তাদের জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং তাদের পরিবারের পুনর্বাসনে ব্যবস্থা নেয়া হবে।