পৌষের মাঝামাঝি আর খ্রিস্ট্রীয় বছরের প্রথম দিনে সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ জানান দিয়ে যাচ্ছে শীতের বার্তা। দেশজুড়ে জেঁকে বসেছে শীত। কিছুটা দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এতে ব্যাহত হয় চলাফেরাসহ স্বাভাবিক কাজকর্ম। অন্যদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন জনপদে ঘন কুয়াশা ও শীতের প্রকোপে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
ভোর থেকেই রাজধানীতে সূর্য ঢাকা কুয়াশার আড়ালে। সকালের দিকে হিমেল বাতাস-কুয়াশায় স্থবির রাজধানী। কুয়াশা এত ঘন হয়ে থাকছে যে দৃষ্টিসীমার আটকে যায় ৫০০ মিটারে। রোববার সকালে ঘন কুয়াশার কারণে রাজধানীতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
গত কয়েকদিন ধরে বেলা ১১টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো রাজধানীর বেশিরভাগ এলাকা। পরে সূর্যের দেখা মিললেও তীব্রতা বা প্রখরতা তেমন দেখা যায় না। এদিকে ঘন কুয়াশায় ব্যাঘাত ঘটছে জীবনযাত্রায়। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, শীত ও কুয়াশার এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে শীতের দাপট আরও বাড়তে পারে। তবে আপাতত শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।