জেরুজালেমের একটি বাসে বন্দুকধারীর গুলিতে গর্ভবতী নারীসহ আটজন ইসরাইলি আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। স্থানীয় সময় রোববার সকালে জেরুজালেমের ওল্ড সিটিতে এই হামলার ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। শহরটির ওয়েস্টার্ন ওয়ালের পার্কিং লটে অপেক্ষমান একটি বাসে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এই ঘটনার তদন্ত করছে ইসরাইলের পুলিশ।

পুলিশের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছেন তারা। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে ইসরাইলি পুলিশ। তবে হামলায় কজন জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তদন্ত শুরু করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে ইসরাইলি পুলিশ।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দুজনের অবস্থা গুরুতর। ভুক্তভোগীদের মধ্যে ৩৫ বছর বয়সী একজন গর্ভবতী নারীও রয়েছেন।

ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ওয়েস্টার্ন ওয়ালের আশপাশে বহু সশস্ত্র পুলিশ উপস্থিত রয়েছে। ওয়েস্টার্ন ওয়াল হলো ইহুদি ধর্মের পবিত্র স্থানগুলোর একটি এবং হাজার হাজার উপাসক প্রতিবছর প্রার্থনা করার জন্য এ স্থানে তীর্থযাত্রায় যান।

উল্লেখ্য, গেল সপ্তাহে গাজা উপত্যকায় চালানো ইসরাইলি হামলায় ৪৪ ফিলিস্তিনি প্রাণ হারান।