ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য কিয়েভ যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আজ (সোমবার) তার কিয়েভ যাওয়ার কথা রয়েছে বলে এক রাজনৈতিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্ষমতাসীন ডানপন্থী জোটে বিভক্তি এবং জনমতে ভিন্নতা থাকার পরও ইউক্রেনের একজন দৃঢ় সমর্থক মেলোনি।
অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা মেলোনি বলেছেন, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের এক বছর পূর্তির আগে তিনি কিয়েভ সফর করবেন।
অন্য দিকে, শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, মিউনিখে জি-৭ সম্মেলনের পার্শ্ববৈঠকে তিনি ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের বিষয়ে আশ্বস্ত করেছেন।