নোভাক জকোভিচকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেলেন কার্লোস আলকারাজ। সার্বিয়ান তারকার সঙ্গে পৌনে ৫ ঘণ্টার লড়াই জিতে উইম্বলডনের নতুন রাজা হলেন এই স্প্যানিস টেনিস তারকা। নিজের অষ্টম উইম্বলডন জয় থেকে এক ম্যাচ দূরে ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু ফাইনালে তিনি পেরে উঠলেন না এক নাম্বার বাছাই আলকারাজের সঙ্গে। ৩-২ সেটে টেনিসের বিশ্বসেরাকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলছেন তিনি।

দুর্দান্ত এক লড়াইয়ের সাক্ষী হয়েছেন উইম্বলডন ফাইনাল দেখতে আসা দর্শকরা। পয়সা উসুল করা ম্যাচ গড়িয়েছে পঞ্চম সেটে। যেখানে জোকোভিচকে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ ব্যবধানে হারান আলকারাজ।

প্রায় পাঁচ ঘন্টার লড়াই শেষে নিজের ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়ের স্বাদ পান স্প্যানিশ নাম্বার ওয়ান। সব মিলিয়ে এটি আলকারাজের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়। এর আগে একটি ইউএস ওপেন জিতেছেন তিনি।

এর আগে সাতবার উইম্বলডন জেতা জোকোভিচের সামনে সুযোগ ছিলো রজার ফেদেরারের রেকর্ড আট জয়কে ছুঁয়ে ফেলার। তবে আলকারাজের দুর্দান্ত টেনিসের সঙ্গে পেরে ওঠেননি সার্বিয়ান কিংবদন্তি।