দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে যোগ দিয়েছেন সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতারা। মঙ্গলবার (২৩ আগস্ট) জোহানেসবার্গে এই সম্মেলন শুরু হয়। সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে এর সদস্যদেশের সংখ্যা বাড়ানোর কথা বলা হলো। একই সঙ্গে এটাও বলা হলো, ব্রিকস যুক্তরাষ্ট্র ও ধনী দেশগুলোর জোট জি-৭ বা শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০-এর বিরোধী কোনো শিবির নয়। এর লক্ষ্য, কথিত তৃতীয় বিশ্ব, ‘গ্লোবাল সাউথ’-এর উন্নয়ন। একই সঙ্গে এই সম্মেলনকে ঐতিহাসিকও বলছেন নেতারা।

ব্রিকসের সদস্যদেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। এ জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোহানেসবার্গে পৌঁছেছেন।

রাশিয়া থেকে সেখানে গেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন তিনি।