চলমান লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা এবং দুর্নীতির প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসুচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যসব মহানগরীতে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করকে বিএনপি।
মির্জা ফখরুল আলমগীর বলেছেন, সরকারের বিশেষ আইনে স্থাপিত রেন্টাল ও কুইক রেন্টাল ১৯টি বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন ছাড়াই চলমান আছে। বিদ্যুৎ ছাড়াই তিন বছরে ৫৪ হাজার কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। সরকারের নিজস্ব ব্যবসায়ীদের পকেটে গেছে ৪২ হাজার কোটি টাকা। গত এক যুগে ক্যাপাসিটি চার্জ বাবদ গচ্চা প্রায় ৮ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
তিনি বলেন, সরকার লোডশেডিং শূন্যের কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতশবাজি পুড়িয়ে। এখন শহরে ২-৩ ঘণ্টা আর গ্রামে ৫-৬ ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট করে তুলেছে।
বিদ্যুতের এই পরিস্থিতির জন্য ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার দাবি জানান মির্জা ফখরুল।
এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন নিয়ে আমি কথা বলতে চাই না। দলীয় সরকারের অধীনে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের কোনো অধিকারই নেই, সম্ভব না, তার এখতিয়ারই নেই যে এখানে তারা সরকারের যে নির্দেশ, তাছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশে তিনদিন বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
তিনি বলেন, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অন্যান্য মহানগর আগামী ২৯ ও ৩০ জুলাই এবং সব জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে সিদ্ধান্ত দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হয়েছে।