আইএমএফের শর্ত পূরণে জ্বালানি খাতে ভর্তুকি কমাতে গিয়ে সরকার ভোক্তার ওপর দায় চাপাচ্ছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এই চাপ কমাতে ধাপে ধাপে নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার ধানমন্ডিতে সিপিডি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিদ্যুৎ খাতে প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে সরকারকে মনোযোগ দেয়ার পরামর্শও দিয়েছেন তিনি। কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্র থেকে সরকারের বিদ্যুৎ কেনার চুক্তি অস্বচ্ছ বলে এসময় অভিযোগ করা হয়।