একটু পরেই ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ। কন্ডিশনের কারণে মিরপুর টেস্ট সম্ভাবনার দুয়ার খুলে দিলেও বাংলাদেশের সামনে দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। চট্টগ্রাম টেস্টে দারুণ বোলিং করা নাঈম হাসান ছিটকে গেছেন। নেই পেসার শরিফুল ইসলামও। খালেদ আহমেদ দক্ষিণ আফ্রিকাতে ভালো করলেও চট্টগ্রামে ভালো করতে পারেননি। ফলে একজন স্পিনারের সঙ্গে একজন পেসারকে হারিয়ে বাংলাদেশ কিছুটা কোণঠাসা। যদিও মুমিনুল জানিয়েছেন, নাঈম হাসানকে হারিয়ে স্পিন আক্রমণ নিয়ে মোটেও চিন্তিত নন। ঢাকা টেস্টে নাঈমের বদলে সুযোগ হতে পারে অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের।

এখন লঙ্কানদের বিপক্ষে সোমবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে মোসাদ্দেককে কৌশলে ব্যবহার করে সাফল্য তুলে নিতে চান মুমিনুল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের স্পিন বিভাগ যদি দেখেন- তাইজুল (ইসলাম) গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক যদি খেলে, তাহলে হয়তো ওর ভূমিকা একটু ভিন্ন হবে। মোসাদ্দেক যদি খেলে, ওকে ভালোভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটা হবে গুরুত্বপূর্ণ। সাকিব ভাই, তাইজুল যেহেতু আছে; ওদের নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আশা করি কোনও সমস্যা হবে না।’

তবে বোলিং বিভাগে সমস্যা হলো, আগের টেস্ট খেলা শরিফুল ইসলাম ছিটকে গেছেন। খালেদ থাকলেও শেষ টেস্টে আপ টু দ্য মার্ক ছিলেন না। রিজার্ভ বেঞ্চে থাকা এবাদত হোসেনের কিছুটা অভিজ্ঞা থাকলেও চট্টগ্রাম টেস্টে তার না থাকাটা ছিল এক রকম বিস্ময়ের। যেহেতু নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে দারুণ সময় কাটিয়েছেন, সোমবার শরিফুলের জায়গাতে তার ফেরার জোর সম্ভাবনা আছে।

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু একটিতেও জয়ের দেখা পায়নি টাইগারররা। দুই ম্যাচের চলমান সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে সম্ভাবনা জাগলেও ড্র নিয়ে সন্তুুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। তবে প্রথম টেস্টের কথা ভুলে শেষ ম্যাচে জয়ের কথা ভাবছেন দলের অধিনায়ক মুমিনুল হক।