দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে ৪১৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৭৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। আগের ২৩৬ মিলিয়ে ৪১২ রানের সংগ্রহ ডিন এলগারের দলের।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে আটকে দিয়েও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। গুটিয়ে যায় মাত্র ২১৭ রানে। তবে ফলোঅন টপকাতে না পারলেও সফরকারীদের ফলোঅন করায়নি প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে ডিন এলগারের দল।
আগের ইনিংসের ২৩৬ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে বাংলাদেশ দলের সামনে ৪১৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩টি ও মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নেন।