ঘূর্ণিঝড়‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে নৌবাহিনী। আজ(শনিবার) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য নৌবাহিনীর ২১টি জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রস্তুত রয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকার বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সতর্ক করছে নৌবাহিনী সদস্যরা।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মোখা’র বেশি প্রভাব পড়বে কক্সবাজার ও মিয়ানমারে।
এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশালসহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড উপকূলীয় এলাকায় অবস্থান করছে। প্রত্যেক জেলায় পর্যাপ্ত খাবার মজুদ করা হয়েছে বলেও নিশ্চিত করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।