ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে ১১ লাখ লিটার তেলের মধ্যে চার লাখ লিটার পেট্রোল ও ডিজেল সরিয়ে ডিপোতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এখনও চার জন নিখোঁজ রয়েছেন। রবিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টর্গাড ও বিআইডব্লিউটিএ এর উদ্ধার কর্মীরা।

দুর্ঘটনা কবলিত জাহাজটির পেছনের অংশ তলিয়ে যাওয়ায় এটি থেকে অন্য জাহাজে তেল সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজ পেতে সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে খুঁজে বেড়াচ্ছেন।

শনিবার রাতে ঝালকাঠি সদর ফায়ার স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতার কারণে আগুন জাহাজের পেছনের অংশেই সীমাবদ্ধ ছিলো। ভেতরে ছড়াতে পারেনি। জাহাজটির ভেতরের ট্যাংকে ৭ লাখ লিটার পেট্রোল ও ৪ লাখ লিটার ডিজেল ছিল। সেক্ষেত্রে আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো।

এদিকে, এই দুর্ঘটনায় নিখোঁজ ৪ জনের সন্ধান এখনো মেলেনি। এছাড়াও বিস্ফোরণে দগ্ধ অপর ৪ জন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

উলে­খ্য, শনিবার দুপুর ২টার দিকে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামে সাগর নন্দিনী ২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।